অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলতেন রিয়াদ। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে এরপরই ইনজুরিতে পড়ায় মাঠের বাইরে চলে যান এই অভিজ্ঞ ক্রিকেটার।

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়াদ, নিয়মিত রিহ্যাব সেশনও করছিলেন। কিন্তু এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

বিসিবির সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদউল্লাহ। প্রথমে জ্বরে ভোগার পর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়, এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে আগামী দুই–এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles