মাস্টারকার্ড “ডাইন. ডিলাইট. ডিপার্ট ফর থাইল্যান্ড” ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে

রাজধানীর গুলশান ১-এর শেফ’স টেবিলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেশের যেকোনো শেফ’স টেবিল আউটলেটে খাবার খেয়ে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পান।

সর্বোচ্চ মোট খরচকারী শীর্ষ ১০ জন কার্ডহোল্ডারকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি’র মো. ফোরকান উল্লাহ থাইল্যান্ডে ৩ দিন ২ রাতের কাপল ট্রিপ (এয়ারফেয়ার ও থাকার ব্যবস্থা সহ) জিতেছেন। ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র সাজ্জাদ হোসেন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর মো. সাজ্জাদুল হাসান যথাক্রমে ২০,০০০ এবং ১৫,০০০ টাকার শেফ’স টেবিল ভাউচার পেয়েছেন।বাকি বিজয়ীরা প্রত্যেকে ৫,০০০ টাকার ভাউচার অর্জন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ইন্ডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (আইএফবিএল) এক্সিকিউটিভ ডাইরেক্টর খন্দকার সাঈদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিম; মাস্টারকার্ড বাংলাদেশের মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেনসহ শেফ’স টেবিল ও পার্টনার ব্যাংকগুলোর সিনিয়র কর্মকর্তারা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles