ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরে গেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ১৬ রানের পরাজয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল।
প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫ রান। দুই ওপেনার আলিক আথানাজে ও ব্রেন্ডন কিংয়ের জুটি দলকে এনে দেয় ৫৯ রানের শক্ত ভিত। আথানাজে ২৭ বলে ৩৪ রান করে আউট হন রিশাদ হোসেনের বলে। কিংও বড় ইনিংস খেলতে পারেননি—৩৬ বলে ৩৩ রানে বিদায় নেন তাসকিন আহমেদের বলে।
শেষ দিকে অধিনায়ক শাই হোপ ও রোভম্যান পাওয়েলের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা। দুজনের অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে দল পায় লড়াকু পুঁজি। হোপ অপরাজিত থাকেন ২৮ বলে ৪৬ রান করে, আর পাওয়েল খেলেন ২৮ বলে ৪৪ রানের দারুণ ইনিংস। বাংলাদেশের হয়ে তাসকিন ২টি ও রিশাদ ১টি উইকেট নেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের টপ অর্ডারে। তানজিদ হাসান (১৫), লিটন দাস (৫), সাইফ হাসান (৮), শামীম হোসেন (১) ও নুরুল হাসান (৫) দ্রুত বিদায় নেন। মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
এরপর কিছুটা প্রতিরোধ গড়েন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। হৃদয় করেন ২৫ বলে ২৮ রান, আর সাকিব খেলেন ২৭ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস। নাসুম আহমেদও ১৩ বলে ২০ রান করে শেষ দিকে হারের ব্যবধান কমান।
শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস, জেসন হোল্ডার ও আকিল হোসেন দুর্দান্ত বোলিং করেন—প্রত্যেকে শিকার করেন ৩টি করে উইকেট।

