দৈনিক প্রথম আলো’র পাঠক সংগঠন বন্ধুসভার’র কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ফেনী বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি (২০২৬) অনুমোদন ও ঘোষণা করেছেন।
ঘোষিত নতুন কমিটিতে মোহাম্মদ ইব্রাহীম কে সভাপতি ও দিপংকর রায় চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ফেনী বন্ধুসভার কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সহসভাপতি মো. আমিনুল ইসলাম শাহীন ও দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও তন্ময় নাথ টিটু, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, অর্থ সম্পাদক মো. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক হারাধন নন্দী নিলয়, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাইমুন ফারাবি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক রাইসা ফারুক, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক অনামিকা আফরিন নেহা, প্রশিক্ষণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক অর্নব রায় চৌধুরী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জিহাদ বিন কামরুল মজুমদার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. আবুল হাসান (শাহিন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, ম্যাগাজিন সম্পাদক আনুষ্কা নন্দি, বইমেলা সম্পাদক জাঈমা ইসলাম মিমোসা, কার্যনির্বাহী সদস্য জান্নাত আক্তার জাহান, মনিকা রায় ও লোকমান চৌধুরী।
সোমবার বিকেলে শহরের মিজান রোডের একটি রেস্টুরেন্টে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী বন্ধুসভার সদ্যবিদায়ী সভাপতি জান্নাত আক্তার জাহানের সভাপতিত্বে ও দৈনিক প্রথম আলো’র ফেনী জেলা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হক শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা ব্যবসায়ী শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, উপদেষ্টা সাংস্কৃতিক সংগঠক কাজি ইকবাল আহমেদ পরান, উপদেষ্টা লেখক-সাহিত্যিক নুরুল আমিন হৃদয় প্রমুখ।
উপদেষ্টা ব্যবসায়ী শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন বলেন, দেশের শীর্ষস্থানীয় পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভা দীর্ঘদিন ধরে ফেনীতে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে চলেছে। এই ধারাবাহিকতায় নতুন কমিটি আগামীতে আরো ভালো কাজ করবে সেই প্রত্যাশা করছি।
উপদেষ্টা সাংস্কৃতিক সংগঠক কাজি ইকবাল আহমেদ পরান বলেন, তরুণ-যুবকরা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত হলে সমাজ থেকে বিভিন্ন অবক্ষয় দূর হবে। প্রথম আলো বন্ধুসভা তেমন একটি সংগঠন যেখানে কাজ করে নিজেকে বিকশিত করা যায়।
উপদেষ্টা লেখক-সাহিত্যিক নুরুল আমিন হৃদয় বলেন, বন্ধুসভার জন্মলগ্ন থেকে আমি জড়িত রয়েছি। বন্ধুসভা যারা করে তারা কখনো মন্দ কাজ করতে পারে না। সামাজিক সংগঠনিক হিসেবে বন্ধুসভা একটি দেশ বরেণ্য সংগঠন।
দৈনিক প্রথম আলো’র ফেনী জেলা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হক শামীম বলেন, প্রতিবছর প্রথম আলো নির্ধারিত অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করে বন্ধুসভা। গণিত অলিম্পিয়াড, জিপিএ ৫ সংবর্ধনা, শিক্ষক সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন রঙিন জামা বিতরণ, পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি ভাল কাজ, মাসিক পাঠচক্রসহ নানা কার্যক্রমের সাথে প্রথম আলো বন্ধুসভা জড়িত। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে।
নতুন কমিটির পরিচিতি সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও নতুন বন্ধুরা উপস্থিত ছিলেন।

