ফেনীতে জেলা যুবদলের উদ্যোগে ১ টাকায় নিত্যপণ্যের বাজার

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে ৫০০ দরিদ্র ও শ্রমজীবী মানুষকে ১ টাকার বাজার দেওয়া হয়েছে।

জেলা যুবদলের পক্ষ থেকে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডের জুলাই স্মৃতিস্তম্ভ সংলগ্ন স্থানে এসব শ্রমজীবী নারী-পুরুষকে ব্যাগ ভর্তি নিত্যপণ্য দেওয়া হয়।

প্রতিটি ব্যাগে রয়েছে ৩ কেজি চাল, ১ কেজি ডাল,২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সয়াবিন তৈল ও ১ প্যাকেট বিস্কুট। এসময় প্রত্যেককে বিনামূল্যে একবেলার খাবার দেওয়া হয়।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন ও আমজাদ হোসেন সুমন এ বাজার পরিচালনা করেন। কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, দলের কেন্দ্রীয় কমান্ড থেকে জেলার ৪৭ হাজার কর্মীকে একটি করে ভালো কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি ভালো কাজের অংশ হিসেবে যুবদলের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবেই যুবদল মানুষের পাশে থাকবে। সাধারণ মানুষের পাশে থাকার জন্য যা যা করা প্রয়োজন, যুবদল তাই করবে।

সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মানবিক কাজ করতে বলেছেন। যুবদল গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে মানুষের জন্য কাজ করবে। আমরা মানুষের ভালোবাসায় থাকতে চাই। তাই আমরা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে গতকাল ফুলগাজীতে খালেদা জিয়া সড়কের সংস্কার করেছি। জেলা যুবদলের উদ্যোগে সীমিত সামর্থ্যের আলোকে ১ টাকায় বাজার এবং শ্রমজীবী মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

উপকারভোগীরা বলেন, ১ টাকা দিয়ে বাজারে এখন কিছুই পাওয়া যায় না। তবুও যুবদল যে উদ্যোগ নিয়েছে তাতে আমার মতো অনেকে উপকৃত হয়েছে। এ আয়োজনে আমরা খুব খুশি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles