বন্ধুসভার আয়োজনে ফেনীতে এতিমখানায় খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

 

দৈনিক প্রথম আলো’র ২৭ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পূর্বে বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে ফেনীতে একটি এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের উন্নতমানের খাবার ও খেলার উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলার ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের শেখ নুর উল্ল্যা চৌধুরী মাদ্রাসা ও এতিমখানায় ফেনী বন্ধুসভার আয়োজনে কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন।

প্রথম আলো’র ফেনী প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হক শামীমের সঞ্চালনায় অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা দৈনিক স্টার লাইন পত্রিকার সাংবাদিক সাহাব উদ্দিন, শেখ নুর উল্ল্যা চৌধুরী এতিমখানার সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান আজিম, সাধারণ সম্পাদক শেখ রাশেদুন্নবী রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন বাদল, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন চৌধুরী, মাদ্রাসা সুপার হাফেজ ইমরান হোসেন।

ফেনী বন্ধুসভার সভাপতি জান্নাত আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহীন, সাংগঠিক সম্পাদক রেজাউল করিম, সহ- সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, দপ্তর সম্পাদক মো. আব্দুল হান্নান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক  দিপংকর রায়, কার্যনির্বাহী সদস্য মনিকা রায়, দেলোয়ার হোসেন প্রমুখ।

বন্ধুসভার সভাপতি জান্নাত আক্তার জাহান বলেন, বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে মাদ্রাসাটির অর্ধ শতাধিক এতিম ও হাফেজ শিক্ষার্থীর মাঝে উন্নত মানের একদিনের খাবার, মিষ্টান্ন ও ফল বিতরণ করা হয়েছে। এতিম শিক্ষার্থীদের খেলাধুলার জন্য খেলার সামগ্রী তুলে দেয়া হয়। মাদ্রাসা সুপারের হাতে শিক্ষার্থীদের উন্নত খাবার কেনার জন্য নগদ অর্থও প্রদান করা হয়।

ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়নের ধুমসাদ্দা গ্রামের হেফজ বিভাগ এর ছাত্র মেহারজুল ইসলাম মিরাজ বলেন, আমার বাবা নেই, আপনাদের দেখে আমি আনন্দিত। এররকম আয়োজন এখানে আগে কখনো দেখি নাই।

ফতেহপুর গ্রামের বাসিন্দা নাজরা বিভাগের ছাত্র আব্দুল আলী আহাদ জানান, অনেক দিন পরে আপেল খেলাম। আজ আমার কাছে ঈদ মনে হচ্ছে।

বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম বলেন, অন্যান্য বছর ভালো কাজের অংশ হিসেবে মাদকবিরোধী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এবারই প্রথমবারের মতো এতিমখানায় এতিমদের মাঝে উন্নত মানের খাবার তুলে দিয়েছে বন্ধুসভা।

প্রধান অতিথি এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন বলেন, আমাদের দান অনুদানের পাশাপাশি স্থানীয়দের সহায়তায় এতিমখানা মাদ্রাসাটি পরিচালিত হয়। বন্ধুসভার এমন আয়োজনে এতিম শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।

আয়োজনের পূর্বে বাদ জুমা এতিমদের সহ বিভিন্ন জনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles