সিংড়ায় ক্ষতিপুরণের দাবিতে কৃষকের সংবাদ সম্মেলন

নাটোরের সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে আবাদী জমিতে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে ফসল বিনষ্ট করায় ক্ষতিপুরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রুকনুজ্জামান ভুট্রু নামের এক ভুক্তভোগী কৃষক।

সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মানিক চাপড় গ্রামে কৃষকের নিজ বাড়িতে গ্রামবাসির উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক রুকনুজ্জামান ভুট্রু বলেন, আমার প্রতিপক্ষ মানিক চাপড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে রুবেল ও জুয়েল এর সাথে বড় পাঁচপাকিয়া মৌজার (যার দাগ নং ৪৭ পরিমান ৭৮ শতাংশ, শ্রেণি-ধানী) একটি জমির কাগজপত্র নিয়ে বিরোধ বাঁধলে বিষয়টি গ্রাম্য সালিস বৈঠকের মাধ্যমে তা মিমাংস হয় এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে আমার পক্ষে রায় দিলে আমি চলতি ইরিবোরো মৌসুমে ওই জমিতে ধান চাষ করি।

এমতাবস্থায় গত ২১ মার্চ রাতের অন্ধকারে প্রতিপক্ষ আমার আবাদী জমিতে ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে প্রায় ২ বিঘা জমির ধান বিনষ্ট করে। এতে আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে আমি সুষ্ঠ তদন্ত সাপক্ষে অপরাধীদের বিচার ও ফসলের ক্ষতিপুরণ দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ জুয়েল হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। রেকর্ড সংশোধনীর ওই জমির মামলা এখনও চলমান আছে। প্রতিপক্ষ আমাদের ফাসানোর জন্য নিজেরাই কীটনাশক প্রয়োগ করে এই নাটক করেছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles