ময়মনসিংহের ভালুকায় রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের মৃত এক পুলিশ সদস্যদের বসতঘরে আগুন লাগার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে মৃত পুলিশ সদস্য চাঁন মিয়ার স্ত্রী রেজিয়া সুলতানা পাঁচ সন্তান নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করে। ঘটনার দিন বৃহস্পতিবার ২১ শে মার্চ দুপুর দেড়টার দিকে বসতঘরে আগুন লাগে। এ সময় রেজিয়া সুলতানার ননাস সাফিয়া খাতুন বাড়ীর পাশে কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখলে বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় রেজিয়া সুলতানা বাদী হয়ে একই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫০) ও রাসেল মিয়া (৩৫), হোসেন আলী (৬০) এবং হোসেন আলীর ছেলে নোমান মিয়া (৩৫) এর নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনায় অভিযোক্ত এনামুল হক জানান, শত্রুতার কারণে তাদের ফাঁসানোর জন্য থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ জানান, পুলিশ সদস্যের বসতঘরে আগুনের ঘটনার অভিযোগ পাওয়ায় পর তদন্ত শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

