1. admanu3@gmail.co : IT Admin : IT Admin
  2. admanu3@gmail.com : admanu :
  3. arnasir81@gmail.com : আব্দুর রহমান নাসির - বিশেষ প্রতিবেদক : আব্দুর রহমান নাসির - বিশেষ প্রতিবেদক
  4. nrad2007@gmail.com : এডমিন পেনেল : এডমিন পেনেল
  5. kawsarkayes@gmail.com : মোঃ আবু কাউসার - বিশেষ প্রতিবেদক : মোঃ আবু কাউসার - বিশেষ প্রতিবেদক
  6. ad@gil.com : মোহাম্মদ আবু দারদা সহ-সম্পাদক : মোহাম্মদ আবু দারদা সহ-সম্পাদক
  7. rafiqpress07@gmail.com : সম্পাদক ও প্রকাশক - এম.রফিকুল ইসলাম : সম্পাদক ও প্রকাশক - এম.রফিকুল ইসলাম
  8. asmarimi85@gmail.com : আসমা আক্তার রিমি সহ-সম্পাদক : আসমা আক্তার রিমি সহ-সম্পাদক
শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

সিলোনীয়ায় প্লাস্টিকের বস্তা থেকে মদ ও ফেনসিডিল উদ্ধার

প্রথম সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি।।

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার থেকে প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৩ বোতল বিদেশী মদ ও ২০ বোতল ফেন্সিডিল সহ একজন কে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন মাধ্যমে র‌্যাব জানতর পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নোয়াখালীর দিকে নিয়ে যাওয়ার জন্য ফেনী জেলার দাগনভুঞা থানাধীন সিলোনিয়া বাজারস্থ লক্ষী এন্টারপ্রাইজ এর সামনে ফেনী-নোয়াখালী পাকা রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ফরিদ (৩০), পিতা- মৃত লাতু, পালক পিতা- মাহবুবুল হক, সাং- সুলতানপুর, থানা ও জেলা- ফেনী’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে তার সাথে থাকা প্লাষ্টিক এর বস্তা তল্লাশী করে ৪৩ বোতল বিদেশী মদ এবং ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন অভিনব কৌশলে ফেনী এবং নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৪৯ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার দাগনভুঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর