1. admanu3@gmail.com : admanu :
  2. arnasir81@gmail.com : আব্দুর রহমান নাসির - বিশেষ প্রতিবেদক : আব্দুর রহমান নাসির - বিশেষ প্রতিবেদক
  3. nrad2007@gmail.com : এডমিন পেনেল : এডমিন পেনেল
  4. kawsarkayes@gmail.com : মোঃ আবু কাউসার - বিশেষ প্রতিবেদক : মোঃ আবু কাউসার - বিশেষ প্রতিবেদক
  5. ad@gil.com : মোহাম্মদ আবু দারদা সহ-সম্পাদক : মোহাম্মদ আবু দারদা সহ-সম্পাদক
  6. rafiqpress07@gmail.com : সম্পাদক ও প্রকাশক - এম.রফিকুল ইসলাম : সম্পাদক ও প্রকাশক - এম.রফিকুল ইসলাম
  7. asmarimi85@gmail.com : আসমা আক্তার রিমি সহ-সম্পাদক : আসমা আক্তার রিমি সহ-সম্পাদক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ০৭:৫৬ অপরাহ্ন

নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসার ৮ শিক্ষার্থী অসুস্থ

প্রথম সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ০ বার পড়া হয়েছে

মো:রফিকুল ইসলাম,নড়াইল:

নড়াইলের বরাশুলা কওমী মাদ্রাসায় বাসী খাবার খেয়ে ও খাদ্যে বিষক্রিয়ায় ৮ শিশু শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার লিল্লাহ্ বোর্ডিংয়ে রাতের নষ্ট খাবার খেয়ে শিক্ষার্থীদের বিষক্রিয়া হয়েছে অভিযোগ ভূক্তভোগীদের।

২১ আগষ্ট (শনিবার) সকালে শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বরাশুলা কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান বলেন, অসুস্থ ৮ শিশুকে ২১ আগষ্ট (শুক্রবার) রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূক্তভোগীরা জানায়, রাত ১০টার দিকে তাদের পঁচা ভাত, ডাল ও সবজি খেতে দেয়া হয়।
খাবার অনুপোযোগি হওয়া সত্বেও বাধ্য হয়েই তারা এ দূর্গন্ধযুক্ত খাবার খেয়ে একে একে ৮জন শিশু অসুস্থ হয়ে পড়ে।

এই বাসী খাবারের জন্যও শিক্ষার্থীদের মাসয়ারা টাকা দিতে হয় মাদ্রাসায়।
তাদের সবারই পেটে ব্যথার এক পর্যায়ে বমি শুরু হয়। এ অবস্থায় কর্তৃপক্ষ খবর পেয়ে অসুস্থ্য শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নেন।
তবে তাদের অবস্থা দুপুর নাগাদ আশংকামুক্ত বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: মশিউর রহমান বাবু।

মাদ্রাসা কর্তৃপক্ষ অবশ্য পঁচাখাবার পরিবেশনের কথা অস্বীকার করে বলেন,আমাদের মাদ্রাসায় কোন পচাঁ বাসি খাবার খাওয়ানো হয় না। গতকাল রাতের খাবরের পর ঐ শিক্ষার্থীদের দু একজন বমি করে তার দেখা দেখি মোট ৮ জন শিশু শিক্ষার্থী একবার করে বমি করলে আমরা সাথে সাথে তাদের সদর হাসপাতালে নিয়ে আসি।
শনিবার সকালে চিকিৎসক রাউন্ডে আসলে আট জনের মধ্যে একজন বাদে বাকী সবাইকে ছাড় পত্র দিয়ে দেয় বলেও জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর