জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ আফরোজা বেগম আজ বিকালে নান্দিনা থেকে জামালপুর আসার পথে মোটরসাইকেলের পিছনে থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয় । পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যা ৬.০০ টায় না ফেরার দেশে চলে যান।
নিহতের স্বজনদের আহাজারীতে উপস্থিত সকলের চোখে পানি চলে আসে। গুণী শিক্ষা অফিসারের মর্মান্তিক মৃত্যুতে জামালপুরের শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে ।