রাংগামাটি প্রতিনিধিঃ-
রাংগামাটি জেলা ছাত্রলীগ সভাপতি ছাত্রনেতা জনাব আব্দুল জব্বার সুজনের বিরুদ্বে দীর্ঘদিন যাবৎ ভিবিন্ন মিথ্যা অপবাদ,ষড়যন্ত্র এবং নানা মিথ্যা মামলার প্রভাব অব্যাহত বয়েই আছে।
তারই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে জেলা ছাত্রলীগ সভাপতি কে সাধারণ ছাত্র সমাজ সহ পুরো জেলার সকল ছাত্রলীগের নেতা কর্মিদের কাছে ভাবমূর্তি নষ্ট করতে দীর্ঘদিন ধরেই সোসাল মিডিয়া সহ বহু পত্র পত্রিকাতেও ওনার বিরুদ্ধে নানান স্টাটাস ও মিথ্যা গুজব করে যাচ্ছে এক কুচক্র।
বিষয় গুলো আসলেই ষড়যন্ত্র, মিথ্যা ও বানোয়াদ এমন টাই মনে করে লংগদু উপজেলা জনপ্রিয় ছাত্রনেতা ও রাংগামাটি জেলা ছাত্রলীগেরর সহ সম্পাদক ছাত্রলীগ নেতা জনাব নেছার উদ্দিন হৃদয় তার নিজ ফেসবুক আইডি “নেছার উদ্দিন হৃদয়” নামক আইডি থেকে একটি প্রতিবাদ ও হুংকার মূলক স্টাটাস দিয়ে ষড়যন্ত্রকারিদের সাবধান করেছেন। নিচে তার ফেসবুক স্টাটাস টি হুবহুব তুলে ধরা হলো –
প্রিয় নেতা Abdul Jabbar Sujan ভাই বিগত দিন থেকে আজ অবধি পর্যন্ত আপনার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র হয়েছে… সব ষড়যন্ত্র কে দুমড়ে-মুচড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন কারণ আপনার আছে সৎ সাহস, নীতি , আদর্শ ও হাজার হাজার নেতাকর্মীদের নিঃস্বার্থ ভালোবাসা….যারা প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের অবস্থান এখন ডাস্টবিনে….
আপনার আদেশ এর অপেক্ষায় আছি আব্দুল জব্বার সুজন কি তা বুঝিয়ে দিতে ১০ উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু ১০ মিনিট সময় লাগবে…
(সুজন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই)।
এ বিষয়ে রাংগামাটি জেলা ছাত্রলীগ নেতা জনাব নেছার উদ্দিন হৃদয়ে’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আব্দুল জব্বার সুজন ভাই রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি এবং জনপ্রিয় একজন ছাত্র নেতা। তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য বিভিন্ন সময়ে কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে নোংরামি করে যাচ্ছে। কিন্তু আব্দুল জব্বার সুজন ভাই তার সততা দিয়ে সবকিছু জবাব দিয়েছে। সুজন ভাইয়ের বিরুদ্ধে যে কুচক্রী মহল নোংরামি করছে তাদের আমি ধিক্কার জানাই।