জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লার চান্দিনা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থার চান্দিনা উপজেলার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় ।
জাতীয় সাংবাদিক সংস্থার চান্দিনা উপজেলার সভাপতি এনটিভি, দৈনিক আমাদের অর্থনীতির চান্দিনা প্রতিনিধি কাজী আব্দুর রাজ্জাক (রাশেদ)কে সভাপতি, আনন্দ টিভি, দৈনিক আনন্দবাজার এর প্রতিনিধি মিজানুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক ও ৭১ বাংলা টিভি ও বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধি আলিফ মাহমুদ কায়সারকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গত ৩১/১২/২০২৩ইং তারিখে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চান্দিনা উপজেলা শাখা কমিটি অনুমোদিত হয়।
এতে কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক দিনকালের চান্দিনা প্রতিনিধি নুরুল ইসলাম মাস্টার , দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ইয়াসিন আরাফাত কে যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক দেশ প্রান্ত চান্দিনা প্রতিনিধি এ কে এম আজাদ (এমরান)কে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দৈনিক পথের আলো প্রতিনিধি আবুল কালাম আজাদকে দপ্তর সম্পাদক, গ্লোবাল টোয়েন্টিফোর নিউজ এর প্রতিনিধি মীর মোশারফ হোসেন (বাবু)কে প্রচার সম্পাদক, দৈনিক দেশ সেবা প্রতিনিধি শহীদুল ইসলাম খোকা নির্বাহী সদস্য, মুক্ত খবর প্রতিনিধি সোহেল রানা নির্বাহী সদস্য, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সাদ্দাম হোসেন নির্বাহী সদস্য, চান্দিনা সময় ২৪ এর সম্পাদক ফখরুল ইসলাম কে নির্বাহী সদস্য, কুমিল্লার আলো প্রতিনিধি মাজহারুল ইসলাম কে নির্বাহী সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।
এ উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভায় সকল সদস্য গন উপস্থিত থেকে আগামীতে নীতি-নৈতিকতার সাথে সাংবাদিকতার পেশায় যোগ্য ও দক্ষতায় এগিয়ে যাওয়ার আহবান জানান।