নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০২২ সালের সাধারন সভা ও ২০২৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮জানুয়ারী) দুপুর ২টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বাসস প্রতিনিধি মো: কায়েস উদ্দিন এবং যমুনা টিভি প্রতিনিধি শফিক ছোটন সাধারন সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন।
মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি পদে নিউ নেশন প্রতিনিধি মীর মোশারফ হোসেন জুয়েল ও মাই টিভি প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক পদে জিটিভি প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল ও ডিবিসি টিভি প্রতিনিধি একে সাজু, অর্থ সম্পাদক পদে চ্যানেল’২৪ প্রতিনিধি হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক পদে দীপ্ত টিভি প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রচার সম্পাদক পদে এশিয়ান টিভি প্রতিনিধি মো: লোকমান আলী এবং কার্য নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়া প্রতিনিধি মো: নবির উদ্দিন, এনটিভি প্রতিনিধি আসাদুর রহমান জয়, একুশে টেলিভিশন প্রতিনিধি এম আর ইসলাম রতন, দৈনিক বর্তমান প্রতিনিধি নাছিমুল হক বুলবুল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি ওমর ফারুক এবং বিটিভি প্রতিনিধি সাজেদুর রহমান সাজু।
এর আগে সাধারন সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন। সভায় বার্ষিক রিপোর্ট এবং আয় ব্যায়ের প্রতিবেদন দাখিল করেন সাধারন সম্পাদক শফিক ছোটন।