এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

অনুকুল চন্দ্রের জন্মোৎসব

বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৫ তম জন্ম মহোৎসব পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিববার বেলা ১১ টায় সেরেস্তাদারবাড়ি সৎসঙ্গ মন্দির থেকে শুরু করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, অশোক কুমার সাহা, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ, কাউন্সিল শংকর কুমার রায়, ছাত্রলীগ নেতা মহিদুজ্জামান মহিদ অংশ গ্রহন করেন।

দিবসটি উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, মাতৃ সম্মেলন ও পদাবলী কীর্ত্তনের আয়োজন করা হয়েছে। ##

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img