চলতি বোরো মৌসুমে নেত্রকোণার কেন্দুয়ায় হাট-বাজারগুলোতে অবৈধভাবে ইউরিয়াসহ বিভিন্ন প্রকার সার বিক্রির কারণে বেকায়দায় পড়েছেন বৈধ সার ডিলার ও সাব ডিলারগণ।
অবৈধভাবে সার বিক্রি বন্ধের জন্য উপজেলার মাসকা ইউপি’র ৪নং ওয়ার্ডের অনুমোদিত সাব ডিলার মজিবুর রহমান উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, উপজেলার মাসকা ইউপি’র শিমুলতলা বাজারের মো. আব্দুল কাদির, মাসকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাইকুল ইসলাম, মাসকা বাজারে সোলেমান, জুয়েল, রতন ও আয়নাল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার বিক্রি করে আসায় স্থানীয় বৈধ সাব ডিলারগণ অবৈধভাবে সার বিক্রি বন্ধের জন্য নিষেধ করে আসলেও তারা কোন কর্ণপাত না করে অবৈধভাবে সার বিক্রি করেই আসছে।
এছাড়াও উপজেলার রোয়াইলবাড়ি, পাইকুড়া, গগডা, মোজাফরপুর, নওপাড়া, সরাপাড়া, গড়াডোবা, বাঁশাটী, বেখৈরহাটি, ভূইয়ার বাজার ও রামপুর বাজারসহ আরও অন্যান্য বাজারগুলোতে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বিভিন্ন প্রকারের সার বিক্রি করছে।
অভিযোগকারী মজিবুর রহমান জানান, অবৈধ সার ব্যবসায়ীদের কারণে আমরা বৈধ ব্যবসায়ীগণ কৃষকদের কাছে সার বিক্রির সমস্যা হচ্ছে।
উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব একেএম শাহজাহান কবির জানান, কেন্দুয়া উপজেলায় ২০ জন বিসিআইসি, ২১ জন বিএডিসি সার ডিলার, ১২৬ জন সাব ডিলার এবং কীটনাশক বিক্রেতা রয়েছেন দেড় শতাধিক। অবৈধভাবে সার বিক্রির অভিযোগ পেয়েছি। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল সাংবাদিকদের জানান, জেলা প্রশাসক মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলে তদন্ত সাপেক্ষে অবৈধভাবে সার বিক্রি বন্ধসহ অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।