কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করেছে চান্দিনা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) মোসাঃ উম্মে হাবিবা মজুমদার।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে চান্দিনা থানার এএসআই আব্দুল্লাহ সংঙ্গীয় ফোর্স এবং মনজুরুল,আরজ, গ্রাম পুলিশের সহযোগীতায়
উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর এলাকার দীর্ঘদিন ধরে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলন কাজে সরঞ্জামাদি ধ্বংস করে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর এলাকার ফসলি জমি নষ্ট করে বিল্লাল,কাউছার, মোজাহিদ নামের তিন ব্যক্তি। দীর্ঘদিন ধরে ওই এলাকার ফসলি জমি থেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানায়,অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের পিছনে একটি বড় চক্র কাজ করে।অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে কেউ কথা বললে মারধরের হুমকি দেয়। তারা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ব্যবসা করে বলে এলাকার কিছু পাতি নেতাদের টাকা দিয়ে তাদের সাথে হাত রেখেছে। এবং বাতাঘাসী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয়।কৃষকরা বারবার অনুরোধ করলেও কারো কথায় কর্ণপাত করেনি তারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ উম্মে হাবিবা মজুমদার জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে আশপাশের ফসলি জমিতে ভাঙন দেখা দেয়।এমন অভিযোগের ভিত্তিতে বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে ২ টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করছি। এসময় অভিযানের অবস্থান টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যায়।