:উপমহাদেশে বৃষ্টির কারণে হারহামেশাই খেলা পরিত্যক্ত। তবে এবার বিরল ঘটনা ঘটলো চলমান আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্ট)।
আবুধাবি নাইট রাইডার্স-গালফ জায়য়ান্টসের মধ্যকার ম্যাচ বাতিল হয়েছে মাঠে একটি বলও গড়ানোর আগে। বেশ কয়েকবার পর্যবেক্ষণের পর খেলা শুরু করা সম্ভব হয়নি। নিয়মিত বিরতিতে প্রবল বৃষ্টির কারণেই বাতিল হলো ম্যাচ।
আইএলটির বাইলজ অনুযায়ী দুই দলই পেয়েছে একটি করে পয়েন্ট। আর এটিই এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে আবুধাবির একমাত্র পয়েন্ট। বৃষ্টিকে তারা সাধুবাদ দিতেই পারে।
অন্যদিকে কিছুটা ক্ষতি হলো উড়তে থাকা গালফ জায়ান্টসের। পয়েন্ট ভাগাভাগি করার পরও অবশ্য তারা শীর্ষে আছে। ৬ ম্যাচে তাদের ৯ পয়েন্ট।