এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বদরগঞ্জে ভাড়ারদহ বিলে অতিথি পাখির মুখরিত

রংপুর বদরগঞ্জ উপজেলা পৌরশহরে ভাড়ারদহ বিল প্রতিদিনে বিভিন্ন প্রজাতি পাখির আগমনে বিলটি অপার সৌন্দর্যে হাতছানি দিচ্ছে। বিলের চারপাশে সবুজ বৃক্ষরাজি উপরেও পাখিদের কলতানে আশেপাশে পাড়া মহল্লার বাসিন্দারা শুনতে পায়।
কিন্তুু সময়ের বির্বতনে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভাড়ারদহ
বিলটি ক্রমান্বয়ে সংকুচিত হয়ে পড়ছে ফলে সৌন্দর্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভাড়ারদহ বিলের পাশের অর্জুন নামে এক যুবক বলেন,প্রতি শুক্রবার বিল দেখতে যাই।পাখিদের আনাগোনায় খুব সুন্দর লাগে।

নাম প্রকাশ না করার শর্তে পৌরশহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ভাড়ার দহ বিলের মনোমুগ্ধকর দৃশ্য মন ভরে যায়।সরকারি ভাবে
উদ্যগ নিয়ে ভাড়ারদ বিলটি একটি দর্শনার্থী বিনোদন কেন্দ্র করা যেত।

বদরগঞ্জ বালুয়াভাটা গ্রামে বাসিন্দা ও সাবেক কিউরেটর লতিফ প্রামানিক বলেন, ভাড়ারদহ বিলটি
যতবার দেখেছি ততবার মন জুড়ে গেছে বিভিন্ন
পরিযায়ী পাখির কোলাহলে। তবে বর্তমান যান্ত্রিক সভ্যতার ও কালের পরিক্রমে যে হারে মানুষ বাড়ছে,বিলটি সঠিকভাবে পরিচর্যা না করলে একসময় বিলটি সৌন্দর্য হারিয়ে যাবে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img