এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে দীর্ঘ ১৬ বছর পর  অনুষ্ঠিত হলো জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দুপুর আড়াইটায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সম্মেলনের মধ্য দিয়ে বিগত ১৬ বছর পরে বাগেরহাট জেলা যুবলীগের কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত হলো।বাকী ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।

সম্মেলনে উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন। বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের এমপি মো. আমিরুল আলম মিলন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন,শেখ রুবেল, এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিনসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে সরদার নাসিরউদ্দিন কে সভাপতি ও মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img