এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

রামগড়ে ভারতীয় ঔষধ ও প্রসাধনীসহ চোরাকারবারি আটক

মো: আলমগীর হোসেন (খাগড়াছড়ি প্রতিনিধি) ।।

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে বিপুল পরিমান ভারতীয় ঔষধ ও প্রসাধনীসহ হানিফ (৪২) না‌মের এক চোরাকারবারি‌কে আটক ক‌রে‌ছে রামগড় থানা পু‌লিশ।

র‌বিবার (২৪ সে‌প্টেম্বর) বিকা‌লে রামগ‌ড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়। হানিফ রামগড় পৌরসভার বল্টুরাম টিলার সিরাজ মিয়ার ছে‌লে ।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুক্তা ধর এর দিক নির্দেশনা মোতা‌বেক রামগড় থানা পু‌লিশ বিশেষ অভিযান পরিচালনা করে রামগড় পৌরসভার বল্টুরাম টিলা নামক এলাকা হ‌তে ১৪ প্রকারের ভারতীয় ঔষুধ এবং প্রসাধনী সামগ্রীসহ তা‌কে আটক ক‌রা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ চুরাশি হাজার তিনশত দশ ভারতীয় রুপি ।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে দীর্ঘ দিন চোরা কারবারের সা‌থে জ‌ড়িত থাকার কথা স্বীকার বলেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ পু‌লিশ সুপার মুক্তা ধর।  ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে বি‌ধি মোতা‌বেক প্রয়োজনীয় আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েরছ। যে কোন ধর‌ণের অপরাধ প্রবনতা রো‌ধে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশ তৎপর র‌য়ে‌ছে।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img