এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

কুলিয়ারচরে দুর্ধর্ষ রতন ডাকাত গ্রেপ্তার

কিশোরগঞ্জ কুলিয়ারচরের আলোচিত ও দুর্ধর্ষ ডাকাত, ৮ মামলার আসামি রতন ডাকাতকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

মঙ্গলবার, ২৪ জানুয়ারি মধ্যরাতের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ছয়সূতী প্রতাপনাথ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রতন মিয়া ওরুফে রতন ডাকাত কুলিয়ারচর উপজেলার ছোট ছয়সূতী গ্রামের জসিম মিয়ার৷ ছেলে। তার বিরুদ্ধে ভৈরব ও কুলিয়ারচর থানায় চুরি, ডাকাতি, মাদকসহ আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img