এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সরিষা মাঠে তিন প্রজন্মের মিলন মেলা

ফেনীতে বিস্তৃর্ণ সরিষা ক্ষেতের হলুদ মাঠে কৃষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরের বিস্তৃর্ণ সরিষা মাঠে এ মিলন মেলার আয়োজন করেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

ফেনী সদর উপজেলা কৃষি অফিস অফিসের সহায়তায় এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী, কৃষি বিভাগের উপ পরিচালক মো. একরাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শারমীন আক্তার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, জোসনা আরা জুসি, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাংবাদিক আরিফুল আমিন রিজভী প্রমূখ।

মিলন মেলার আয়োজক ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, মেলায় স্থানীয় কৃষক ও তাদের সন্তানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সাথে স্থানীয় শিক্ষার্থী ও জেলার সরকারী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের অতিথি রাখা হয়েছে। এতে করে সবার মাঝে কৃষি প্রেম তৈরী হবে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলায় সমৃদ্ধ হবে জনপদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত বছর এ জেলায় সরিষার আবাদ হয়েছিল ১৮০৬ হেক্টর। চলতি বছরে চাষ হয়েছে ৩৪৯৪ হেক্টর। লক্ষ্যমাত্রা পূরন হয়ে আবাদের পরিমাণ বেড়েছে ১১৪৭ হেক্টর। চলতি বছরের চাষাবাদের হিসেবে ৪৬৭০ মেট্রিক টন সরিষা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার জানান, চলতি মৌসুমে তার ৩টি কৃষি ব্লকে ৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এসব জমিতে অন্তত ৯০ মেট্টিক টন উৎপাদিত সরিষা থেকে ৩০ হাজার লিটার তেল ও ৬০ হাজার লিটার খৈল পাওয়া যাবে। কৃষকদের মধ্য থেকে তালিকাভুক্ত ৪০০ জন কৃষককে সরকারী ভাবে প্রণোদনার বীজ ও সার দেয়া হয়েছে।

তিনি জানান, বিগত বছরে আমার আওতায় ৩টি ব্লকে ২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। যা থেকে অন্তত ৩০ মেট্টিক টন উৎপাদিত সরিষা থেকে ১০ হাজার লিটার তেল ও ২০ হাজার লিটার খৈল পাওয়া গেছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img