এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সদস্য সংগ্রহ চলছে ইবি আইটি সোসাইটির

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটিভিত্তিক সংগঠন আইটি সোসাইটি নতুন সদস্য যুক্ত করার উদ্দেশ্যে সদস্য সংগ্রহ চলছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট গুগল ফর্ম ও ডায়না চত্বরে অবস্থিত বুথ থেকে ফর্ম সংগ্রহের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।

ইসলামী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং ও ওয়ার্কশপের আয়োজন করে আইটির উপর দক্ষতা বাড়াতে কাজ করে থাকে।সেই ধারাবাহিকতায় এই সংগঠনটি আইটি বিষয়ক ওয়ার্কশপ , প্রোগ্রামিং কনটেস্ট, ফ্রিল্যান্সিং, বিভিন্ন অনলাইন সেমিনার, ন্যাশনাল আইটি ফেস্ট, কুইজ কনটেস্ট, প্রেজেন্টেশন কনটেস্ট,আইডিয়া কনটেস্ট, অনলাইন ই-আড্ডা গেমিং কনটেস্ট সহ আরো অনেক ইভেন্টের আয়োজন করে থাকে ক্যাম্পাসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগ্রহী শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দেওয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবে। সকল ফর্ম গুলো সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফর্ম পূরণকারীদের ভাইবার জন্য অনুমোদন দেওয়া হবে। ভাইবায় উত্তীর্ণ হলে প্রাথমিক সদস্য পদ দেওয়া হবে। এতে ২০১৯-২০ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। ভাইবায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি মেম্বার হিসেবে যোগদান করবে।

এ বিষয়ে ইবি আইটি সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পড়ালেখার পাশাপাশি আইটি বিষয়ক জ্ঞান অর্জন এর জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় সকল বিভাগের শিক্ষার্থীদের আইটি সোসাইটির মেম্বার হওয়া উচিৎ। তাই আমি সকলকে আইটি সোসাইটির সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাই কেউ সদস্য হতে চাইলে আমাদের বুথ থেকে ও নিদিষ্ট গুগল ফরম থেকে ফরম পূরণ করে সদস্য হতে পারবে।

সরাসরি ক্যাম্পাসের ডাইনা চত্বর থেকে অথবা অনলাইনেও সদস্য ফরম ক্রয় করা যাবে। অনলাইন ফরম লিংক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd3JLrvQ65TjEsKzMddB_dqAwzaAiooYYAWgZgs_4TUKQ9eDA/viewform
সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ-
https://www.facebook.com/iuitsociety?mibextid=ZbWKwL

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img