এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

একমাত্র ছেলেকে বাঁচাতে নিরুপায় মায়ের আকুতি

স্বামীর মৃত্যু হলো পাঁচ বছর আগে,একটি মাত্র ছেলে ও একমাত্র মেয়েকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছিলো মা মন্জু,হঠাৎ সড়ক দুর্ঘটনায় ছেলে এখন
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের (ICU) আইসিইউতে বেঁচে থাকার যুদ্ধ করছে মিদুল (১৮)। গুরুতর আহত মিদুল নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মৃত জামিরুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারী ঢাকায় থেকে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু (যমুনা) সেতুর পশ্চিম পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন মিদুল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রথমে সিরাজগঞ্জের এনাম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে মিদুলের অবস্থার অবনতি হলে পরদিন ৫ জানুয়ারি তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে (ICU) আইসিইউতে বেঁচে থাকার লড়াই করছে মিদুল।

মিদুলের মা মুঞ্জু এই প্রতিবেদককে মোবাইল ফোনে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় গুরুতর জখম হওয়ায় ব্রেনের অপারেশন করা হয়েছে। সে সুস্থ হবে বলে আশ্বাস দিয়েছেন এখানকার চিকিৎসক। তবে কতদিন নাগাদ তার ছেলে সুস্থ হবে সেটি সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না। আর যতদিন সুস্থ না হচ্ছে ততদিন আইসিইউতেই থাকতে হবে। তার মাথার খুলি খুলে রাখা আছে। তিনমাস পরে সেটা লাগানো হবে।

তিনি আরো বলেন, ৫ বছর আগে তার স্বামী (মিদুলের বাবা) মারা গেছেন। তিনি ও তার আত্মীয় স্বজন সহ অনেক টাকা ঋন করে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা (ICU)তে খরচ করেছেন। কিন্তু তাদের পক্ষে এই চিকিৎসার খরচ বহন অসম্ভব হয়ে পড়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের পথে।

এ অবস্থায় মুঞ্জু ও তার আত্মীয় স্বজন অসহায় এবং নিরুপায় হয়ে সুচিকিৎসার মাধ্যমে ১৮ বছর বয়সী মিদুলের জীবন বাঁচাতে সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন করেছেন।
তার (মুঞ্জু) বা তার ছেলের (মিদুল) এর কোনো ব্যাংক একাউন্ট নেই জন্য মিদুলের বড় চাচার ব্যাংক হিসাব নম্বর দিয়েছেন মুঞ্জু।

অসহায় মিদুলের জীবন বাঁচাতে সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুনঃ
মিদুলের মা মুঞ্জু- মোবাইলঃ ০১৯৫০৯৯২৭৬১,
(ব্যক্তিগত বিকাশ নাম্বার)০১৭৭১২৩৪১৯৪।

মিদুলের বড় চাচা কামরুল ইসলাম মুন্টু,
কামরুল ইসলাম
অগ্রনী ব্যাংক বাগাতিপাড়া শাখা, নাটোর
হিসাব নম্বর ০২০০০০৭৫৯০৮২৪।
অথবা
মোবাইলঃ ০১৮৮০৮৮৯০১১ (নগদ ব্যক্তিগত), ০১৮৫৮৩৩৮৮২৬ (বিকাশ ব্যক্তিগত)।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img