নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আ.লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এড. আব্দুল মতিন বলেছেন- আমার রাজনৈতিক প্রস্তুতিই নির্বাচনের প্রস্তুতি। মনোনয়ন পেয়ে এমপি হলেই শুধু এলাকায় এসে মানুষের সেবা করব এটার জন্য রাজনীতি করি না। এমপি না হয়েও মানুষের সেবা করা যায়। যতদিন বেঁচে থাকব আল্লাহর রহমত এবং সকলের দোয়ায় মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমার রাজনৈতিক সততা বিবেচনা করে মনোনয়ন দেন এবং সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে জনগণের সেবা করতে আরো সহজ হবে।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিকগণের সাথে মতবিনিময়কালে এড. আব্দুল মতিন এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যা আমার পরম শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনা’র আদর্শকে বুকে ধারণ করে ছাত্র জীবন থেকেই রাজনীতি করে আসছি। আমার একটাই স্বপ্ন মানবসম্পদ গড়ে তোলা। যদিও এখন আমার দলীয় কোন পদ-পদবী নেই, তবে পদ-পদবির অভাব কোন সময়ই আমি অনুভব করি না। তবে, এইবার আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিয়ে আমাকে মূল্যায়ন করবেন। তার জন্য দলীয় নেতাকর্মী ও সকল শ্রেনি-পেশার মানুষের দোয়া ও সমর্থন অবশ্যই প্রয়োজন এবং সেটা পাব বলে আমার বিশ্বাস।
এসময় তিনি কেন্দুয়া আটপাড়ার প্রয়াত সাবেক সংসদ সদস্য এড. এম জুবেদ আলীকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রয়াতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
মতবিনিময় সভায় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান, আ.লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী, রফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মতবিনিময় শেষে কেন্দুয়া প্রেসক্লাবের জন্য উপহার স্বরূপ একটি টেলিভিশন প্রদান করেন এই আ.লীগ নেতা।