এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

চান্দিনায় বরকরই পীরমঞ্জিল দরবার শরীফের মাহফিলের প্রস্তুতিসভা

আসন্ন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী বরকরই পীরমন্ঞ্জীল দরবার শরীফের বাৎসরিক ইছালে সওয়াব মাহফিল উদযাপন উপলক্ষে উক্ত মাহফিল সফলভাবে পালন করার প্রেক্ষিতে এক প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত হয়।
শনিবার ২১ জানুয়ারি বিকাল ৩ টায় চান্দিনার
১২ নং বরকরই ইউনিয়নের বরকরই পীরমঞ্জিল ঈদগাহ্ জামে মসজিদে উক্ত সভা অনু্ষ্ঠিত হয়।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেক হোসেন মজুমদার এর সভাপতিত্বে ও পীরজাদা হুমায়ুন কবীর এর পরিচালনায় উপস্থিত ছিলেন
বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন,বরকরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম কাজল,বরকরই পীরমন্ঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হারেছ আহম্মদ মিয়াজী,ইমাম হোসেন আশেকী,সাবেক মেম্বার আবদুস সাত্তার,বর্তমান ইউপি সদস্য শাহাআলম, মাহবুব মজুমদার টিপু,ফজলুল হক পাটোয়ারি মুকুল,মাওলানা হাবীবুর রহমান সুফিয়ান, মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদী,জহিরুল ইসলাম জহির,কামরুল হাসান,সুমন ডিলার,জাকির হোসেন,মাওলানা সরওয়ার হোসেন,হাফেজ মাওলানা আবুল হাশেম,জামে মসজিদের মোয়াজ্জিম বিল্লাল হোসেনসহ জামাতের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ঈমান, আকিদা,আহলাহে সুন্নত রক্ষায় মূল্যবান পরামর্শ প্রদান করে আগত মেহমানগন।বক্তারা মাহফিল সফলভাবে পালন করার লক্ষে আহলে সুন্নত ও বরকরই জমিনে অগ্নিসূচক রক্ত কবরে শুয়ে থাকা পীরসাহেবের মর্যাদা রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সেই সাথে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। শেষে বিগত মাহফিল কমিটির সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাবসহ তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img