এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

আইএল টি-টোয়েন্টিতে এবার ক্যাডমোরের সেঞ্চুরি

ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) পরপর দুই দিন দুই সেঞ্চুরি হলো। ডেজার্ট ভাইপার্সের অ্যালেক্স হেলসের পর এবার করলেন শারজাহ ওয়ারিয়র্সের টিম কোহলার ক্যাডমোর।

ক্যাডমোরের সেঞ্চুরিতে ভর করে দুবাই ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৭ রান করে দুবাই। রান তাড়া কর‍তে নেমে মাত্র ১৪.৪ ওভারে ৮ উইকেটে জয় লাভ করে দুবাই।

ক্যাডমোর ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত ছিলেন। ১০টি চার ও ৬টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। সেঞ্চুরি করেন মাত্র ৪৬ বলে। ৬ মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ ব্যাটার। তার সঙ্গে ১৭ বলে ২৯ রান নিয়ে অপরাজিত ছিলেন ডেনলি। দুবাইয়ের হয়ে দুই উইকেট নেন আকিফ রেজা।

এর আগে জো রুটের ৫৪ বলে ৮০ রানে চড়ে ১৭৮ রানের টার্গেট দেয় দুবাই। ৮টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন রুট। এ ছাড়া রভম্যান। ২৭ বলে ৪৪ ও লরেন্স করেন ২৮ বলে ৩৪ রান। শারজাহর হয়ে ২টি করে উইকেট নেন ওকস-নাভিন। ম্যাচসেরা হন ক্যাডমোর।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img