দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিনের নানী সূর্যবান বিবি গতকাল শনিবার সকালে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার এক পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছেন। গতকাল বাদ জোহর ঘষিয়াখালী গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন, ঘষিয়াখালী বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মো: ইব্রাহিম মৃধা। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে পূর্বাঞ্চলের সাংবাদিকের নানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, ক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক এম. পলাশ শরীফ সহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।