এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার সকাল ১১টায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান। এ সময় নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখি কার্যক্রমে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছেন। সে ক্ষেত্রে সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানটি গত সাত বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। উল্লেখ্য, চার ফেব্রæয়ারি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দীন এর নির্দেশনায় উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সাংবাদিক শিব সজল যীশু ঢালী উপস্থিত ছিলেন। #

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img