এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বড়াইগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে সোনিয়া (২৬)নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মাঝগাঁও হাদিস মোড়ে এ এলাকায় ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী লিটনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মাঝগাঁও হাদিসের মোড় এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী লিটনের সাথে তার স্ত্রী সোনিয়ার পারিবারিক কলহ চলে ।এর জের ধরে দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে স্ত্রী সোনিয়াকে পেটানোর পর তার পা বেঁধে গলাটিপে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় লিটন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক সত্যাতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বনপাড়া এলাকা থেকে লিটনকে আটক করে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img