বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের সাবেরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন হস্ত ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যেগে ফিতা কেটে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়ার সদস্য সদস্য, বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল।
প্রধান অতিথির বক্তব্যেয় তিনি বলেন- কেন্দুয়ায় এই প্রথম হস্ত ও কুটির শিল্প (বাণিজ্য মেলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যেগে এই মেলা উদ্বোধন হওয়ায় তিনি প্রেসক্লাবকে ধন্যবাদ জানান ও তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও তিনি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য বিনোদন, গ্রামীণ পণ্য, বইয়ের স্টল রাখার পরামর্শ দেন এবং সকল শ্রেণীপেশার মানুষকে মেলায় আসার আহ্বান জানান।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া প্রেসক্লাবের প্রবীন উপদেষ্টা আব্দুস সাত্তার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো. সামসুল কবির খান, অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান বিপুল, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি সুনীল পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মতিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোহাম্মদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান মিয়া, পাঠাগার সম্পাদক লুৎফুর রহমান, সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সেকুল ইসলাম খান, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, আশরাফ উদ্দিন ভূঞা, লাভলু পাল চৌধুরী, রাখাল বিশ্বাস, সদস্য আয়নাল হক, মুজিবুর রহমান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, মহিউদ্দিন সরকার, রুকন উদ্দিন, সাইফুল আলম দুলালসহ আরো অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মেলায় বিভিন্ন ধরণের ৫০ টি স্টল অংশগ্রহণ করবে।