নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পরপরই মোস্তাফিজুর রহমান পিপিএম দূর্ঘটনা রোধে চালু করেছেন “নো হেলমেট, নো ফুয়েল”। এতে প্রায় শতভাগ মোটর সাইকেল চালকেই হেলমেটের আওতায় আসতে শুরু করেছে। এছাড়াও মানবিক এই পুলিশ সুপারকে শীতের রাতের অন্ধকারে নিজে গিয়ে ছিন্নমূল মানুষের হাতে হাতে শীতবস্ত্র তুলে দিতেও দেখা গেছে। তিনি যোগদানের ৪মাসেই আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তনও এসেছে। রংপুর রেঞ্জের ৩বার শ্রেষ্ঠ সম্মাননা পাওয়া পুলিশ সুপার আইনশৃঙ্খলায় নীলফামারীকে স্মার্ট নীলফামারী গড়ার প্রত্যয়ে কাজ করছে।
গত বছরের অক্টোবর ও নভেম্বরে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পাওয়া এই পুলিশ চলতি বছরের ১৫জানুয়ারী আবারো অর্জন করেন তৃতীয় শ্রেষ্ঠত্ব পদক।
রোববার (১৫জানুয়ারী) রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে বাংলাদেশ পুলিশের আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে তৃতীয় পুরুষ্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি মোঃ সুজায়েত ইসলাম এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিসের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সহ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ।