এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

গভীর রাতে পুলিশ সুপারের কম্বল বিতরণ নীলফামারীতে

গভীর রাতে ছিন্নমূল মানুষ ও পথকলি শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করে খবরের শিরোনাম হলেন নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম।গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় নীলফামারীর পুলিশ সুপার এবং তার প্রশাসন হটাৎ উপস্থিত হন নীলফামারী পুরাতন স্টেশনে। সেখানে রাত্রি যাপন করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিছিয়ে দেন।

এরপরে গাড়ি নিয়ে ছুটে যান নীলফামারীর কলেজ স্টেশন প্লাটফর্মে সেখানেও বৃদ্ধ দুস্ত অসহায় দের মাঝে কম্বল দেন। কম্বল বিতরণ কালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সর্ব উত্তরের এই নীলফামারীতে কি করম শীত সেটা কেবল এই এলাকার মানুষ এবং আমরা যারা কর্মরত চাকুরীজীবি রয়েছি তারাই বলতে পারবেন, সারাদেশে কেউ বুঝতেই পারবেনা নীলফামারীর শীতের ভয়াবহতা,তাই আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩শত কম্বল দেওয়া হলো আরও দেওয়া হবে। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ সহ ডিবি ও সিআইডি’র কর্মকর্তাগণ।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img