এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

চান্দিনায় প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়। বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় কুমিল্লার দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৫-৮৩৮০) ও  বিপরীত দিক ইলিয়টগঞ্জ থেকে দ্রুত গতিতে আসা কুমিল্লামুখি সিএনজি (কুমিল্লা-থ ১১-৯৮৪৯)  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক হাবিব (৩০) ঘটনাস্থলেই মারা যায়। নিহত হাবিব চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্ৰামের দক্ষিণ-পূর্ব পাড়া ইউছুফ মোল্লা বাড়ির অলিউল্লাহ’র ছেলে। নিহত হাবিবের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানা যায়, ইলিয়টগঞ্জ  সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে উপজেলার কুটুম্বপুর ফরাজিবাড়ি সামনের ইউটার্ন হয়ে কুমিল্লা মুখি উল্টোপথে সিএনজি ও ঢাকাগামী প্রাইভেটকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এসময় সিএনজি’র সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি থানায় নেয়া হয়। এঘটনায় প্রাইভেটকার চালক পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এএস আই মোঃ সোহেল রানা জানান, প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img