এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বেনাপোলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১

বেনাপোলে ৮ বছরের প্রথম শ্রেনীর ছাত্রী ধর্ষন মামলায় একজন আটক হয়েছে। এঘটনায় ধর্ষনকারী ইরাদ আলীকে (৫২) পুলিশ আটক করেছে। পোর্ট থানার গাতিপাড়া গ্রামে গত ১৮ তারিখ সকাল ১০ টার সময় এঘটনা ঘটে।

ধর্ষক ইরাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

ধর্ষিতার মা শারুখা খাতুন বলেন, ওই লোকটি খুব খারাপ প্রকৃতির। এর আগে তার বড় মেয়েকেও সে উত্তাক্ত করত। সে ছোট মেয়েকে ১০ টাকা দিয়ে পাশের আমবাগানে নিয়ে জোর করে ধর্ষন করে। মেয়ের চিৎকারে আশে পাশের মানুষ বুঝতে পারলে ধর্ষক ইরাদ আলী পালিয়ে যায়। পরে উপায়ন্তর না দেখে বেনাপোল থানায় আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এবং ধর্ষককে আটক করে যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে। মামলা নং ২৩, তরিখ:১৯/০১/২৩

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img