এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ফকিরহাটে কৃষি উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ❝প্রতি ইঞ্চি জমির সদ্ব্যব্যবহার ❞সংক্রান্ত অনুশাসন বাস্তবায়নে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষি উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে অর্গানিক বেতাগায় কৃষি উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)বিধান কান্তি হালদার,উপজেলা কৃষি,অফিসার মোঃ নাছরুল মিল্লাত।স্হানীয় কৃষি উদ্যোক্তা,জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক,কৃষাণী এসময়ে উপস্হিত ছিলেন।##

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img