এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বদরগঞ্জে কয়লা বোঝাই ট্রাকে ডাকাতি

রংপুরের বদরগঞ্জ উপজেলা আন্ধারী বাশঝোড় এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত ৩.০০টায় ঘটনাটি ঘটে।যশোরের নওয়াপাড়া থেকে কয়লা বোঝাই ট্রাকটি স্হানীয় সরোয়ার জাহান মালিকাধীন ভাটায় যাওয়ার পথে ওসমানপুর সড়কে আন্ধারী বাঁশঝোড় এলাকায় পৌছালে ডাকাতদল রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকায়।তারপর চালক ও সহকারীকে বেঁধে রেখে নগদ ৫১হাজার ৬০০টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় ডাকাত দল।

বদরগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সন্মানিত সভাপতি ও ইটভাটার মালিক বিষয়টি নিশ্চিত করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, ডাকাতের কোনঘটনা আমার জানা নেই,তারপরও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা নেওয়া,হবে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img