নওগাঁর সাপাহারে প্রায় সহস্রাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এসএসসি-৯৮ ও এইচএসসি-২০০০ ফ্রেন্ডস নারায়নগঞ্জ এর আয়োজনে ও সাপাহার রক্তদাতা সংগঠনের সহযোগীতায় অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়। সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহাজান হোসেন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সমাজসেবী নুরুল হক মাস্টার,এসএসসি-৯৮ ও এইচএসসি-২০০০ ফ্রেন্ডস নারায়নগঞ্জ এর নের্তবৃন্দ সহ সাপাহার রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ।
এসময় বিভিন্ন এতিমখানা ও অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে ১হাজার কম্বল বিতরণ করা হয়।