যশোরের শার্শা সীমান্তে ভারতে পাচারের সময় ৭কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩ পিস স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় স্বর্ণ বহনের অভিযোগে পাচারকারীর একটি ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সীমান্তবর্তী অগ্রভুলাট থেকে স্বর্ণবারসহ তাকে আটক করা হয়।আটক আব্দুর রাজ্জাক বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।
বিজিবি সূত্রে জানায়, শার্শার অগ্রভূলাট সীমান্তপথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন পাঁচভূলোট গ্রামস্থ নয়কোনা বটতলা নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।
এক পর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে থামানোর জন্য বলা হয়।ওই সময়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে বিজিবি ধাওয়া করে ধরে ফেলে।
পরে মোটরসাইকেল সহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩পিস স্বর্ণেরবার পাওয়া যায়।
যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার ১শত ৯৪টাকা।এ ঘটনায় আটকৃতর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।