এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বাগাতিপাড়ায় হেরোইন বিক্রি সময় স্বামী-স্ত্রী আটক

নাটোরের বাগাতিপাড়ায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর।
আজ মঙ্গলবার বিকেলে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী দুজনকে উপজেলা পৌরসভার ৪নং পেড়াবাড়ীয়া ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে শাহিন আলী (৪৫) এবং তার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) কে নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসএই তাইজুল ইসলাম জানান,আসামিদের আটকের সময় (৩ গ্রাম)২৪ পুরিয়া হেরোইন সহ সেবনের সামগ্রী জব্দ করা হয়,এবং
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img