এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে স্মারকলিপি

নানান অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছেন নীলফামারী সদরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা।
আজ দুপুরে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে সকল চেয়ারম্যানের স্বাক্ষরিত অভিযোগ পত্র তুলে ধরেন।সদর ইউনিয়ন পরিষদ সমিতির সভাপতি আব্দুর রউফ চৌধুরী। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার সকল চেয়ারম্যানের নাম ধরে ডাকেন, টিআর কাবিখা থেকে ২০ ভাগ কমিশন নেন। গ্রাম পুলিশ নিয়োগের সদস্য সচিব চেয়ারম্যানগণ থাকলেও তাদের কোনকিছু না বলে উৎকোচ গ্রহণ করে একাই নিয়োগ দেন।

এই বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সাত দিনের সময় বেধে দিয়েছেন বলে জানান, সদরের পঞ্চপুকুরের চেয়ারম্যান ওয়াহেদুল সরকার। এই উৎকোচদানের বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, ২০ পার্সেন্ট তো উনি নেন সেটা চেয়ারম্যানেরা বলেছেন। এই বিষয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার বলেন, চেয়ারম্যানেরা যা লিখিত অভিযোগ করেছেন তা সর্বৈব মিথ্যা বানোয়াট। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের বক্তব্য সম্পর্কে সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ মহোদয় সাতদিন সময় নিয়েছেন বিষয় টি দেখবেন বলে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img