এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ঐতিহ্যবাহী বাফলা বিল রক্ষার দাবিতে নীলফামারীতে মানববন্ধন

বাফলা বিল রক্ষার দাবিতে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনগন। প্রাচীন ও ঐতিহ্যেবাহী বাফলা বীল অবৈধ দখলদারি এবং ভুমি দস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে এই মানববন্ধন করেছে শতাধিক জেলে পরিবারের নারী ও পুরুষেরা।

গতকাল সোমবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের প্রাচীন বাফলা বিলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাফলা বিল রক্ষা কমিটির সভাপতি চান কিশোর দাস, হাকিম উদ্দিন, মো,এনামুল হক। মানববন্ধনে চান কিশোর দাস বলেন, ১৯৭৯ সাল থেকে এই জলমহালের ১শ পাচ শতক আমার লিজ ছিলো, সরকারি নিয়মনীতি অনুসরণ করে চালিয়ে আসছি।

হটাৎ অবসরপ্রাপ্ত অডিট কর্মকর্তা আমজাদ হোসেন এবং তার ভ্রাতা আমিনুল মাস্টার অবৈধভাবে দাবি করছে এই সরকারি জলমহাল। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি এই অবৈধ দখলদারের হাত থেকে বাফলা বিল উদ্ধার করে উন্মুক্ত করার।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img