প্রচন্ড শীতে যখন কাঁপছে সারাদেশ, তখন একদল তরুণ সেচ্ছাসেবক ঢাকার পথে পথে ঘুরে বেড়িয়ে প্রায় ২০০ শতাধিক ঘুমন্ত ছিন্নমূল, খেটে-খাওয়া দিনমজুর ও শীতার্ত মানুষের গায়ে জরিয়ে দিয়েছেন শীতের কম্বল।
১৫ জানুয়ারি রোজ রবিবার রাত ১১ টায় শাহবাগ মোড় থেকে কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়।মগবাজার, রমনা, কাকরাইল, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, কাওরান বাজার, পান্থপথ সহ আশপাশের এলাকায় শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেন অঙ্গীকার
সেচ্ছাসেবক ফাউন্ডেশন।
উক্ত আয়োজন বাস্তবায়ন করেন অঙ্গীকার সেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ রুবেল হোসেন,সেবা দেই ডট কম এর কর্ণধার এ.জে.এম সানজিদ ফরাজী ও মিডিয়া মাইন্ড ব্লোয়িংয়ের কাস্টিং ডিরেক্টর জুনায়েদ সিদ্দিকী।
অঙ্গীকার সেচ্ছাসেবক ফাউন্ডেশন কিছুদিন পূর্বে ঢাকায় ৩০০ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করে। খুব শীঘ্রই ২য় পর্বের কম্বল বিতরণ হবে চাঁদপুর জেলায়। পরবর্তী কর্মসূচিতে হবে কয়েকটি জেলায় হুইল চেয়ার বিতরণ, একাধিক রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়া, এতিমখানার ছাত্রদের নিয়ে ভুরি ভোজ আয়োজন, কুরআন শরীফ বিতরণ, পাঞ্জাবীর কাপড় বিতরণ ও হাফিজী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ভ্রমণ।