এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

আইএলটিতে শাহরুখের দলের টানা দুই হার

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে জয়ের দেখা পাচ্ছে না শাহরুখ খানের দল আবুধাবি নাইটরাইডার্স। প্রথম ম্যাচে হারের পর এবার তাদের পরাজয় গালফ জায়ান্টসের কাছে।

নিজেদের হোমগ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করতে নেমে সঞ্চিত শর্মার তোপে পড়ে ৯ উইকেটে মাত্র ১১৪ রান করে আবুধাবি। রান তাড়া করতে নেমে অধিনায়ক জেমস ভিন্সের ফিফটিতে ৩৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে গালফ।

মাত্র ৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কার পান সঞ্চিত। ৪৪ বলে ৬৫ রান করে গালফের জয়ের ভিত গড়ে দেন ভিন্স। নারাইনের বলে বোল্ড হলেও জয়ে বেগ পেতে হয়নি। হেটমায়ার ১৪ ও ডেবিড ভিসা ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নারাইন আবুধাবির হয়ে ২ উইকেট নেন।

এর আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি আবুধাবির ব্যাটাররা। সর্বোচ্চ ২৬ রান করেন আন্দ্রে রাসেল। ১২ বলে এই রান করেন তিনি। এ ছাড়া পল স্টার্লিং করেন ২০ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

গালফের হয়ে সঞ্চিত ছাড়াও ৩ উইকেট নেন ক্রিস জর্দান। ১টি করে উইকেট নেন ভিসা, লিয়াম ডাওসেন ও রেহান আহমেদ।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img