এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বাগেরহাটে অর্থ আত্মসাতের ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

বাগেরহাটের সদর উপজেলাধীন হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের টাকা আত্মসাৎ এর অভিযোগে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারী) দুপুরে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল ও আসাদুজ্জামান এবং উপসহকারী পরিচালক মোঃ সজীব আহমেদ এর সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করেন।

বাগেরহাট জেলা কার্যালয়ের উপ পরিচালক শাহারিয়ার জামিল জানান, সদর উপজেলাধীন হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ফান্ডের লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে বাগেরহাট দুদক জেলা কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের নথিপত্র, কেনাকাটা ও খরচের বিল ভাউচার সহ অন্যান্য কাগজপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।##

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img