এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ওয়াসিম ঝড়ে এমআই এমিরেটসের শুভসূচনা

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি) প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে এমআই এমিরেটস। মোহাম্মদ ওয়াসিমের ঝড়ে লণ্ডভণ্ড শারজাহ ওয়ারিয়র্স পাত্তা পায়নি নিজেদের প্রথম ম্যাচে।

আবুধাবিতে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট ২০৪ রান করে এমিরেটস। রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে শারজাহ। ৪৯ রানের বড় জয় পায় এমিরেটস।
মাত্র ৩৯ বলে ৭১ রান করে এমিরেটসকে বড় সংগ্রহ এনে দেওয়ায় ম্যাচসেরার পুরষ্কার পান ওয়াসিম। এ ছাড়া এমিরেটসের হয়ে ৩০ বলে ৪৯ রান করেন নিকোলাস পুরান। এই দুজনের ব্যাটে চড়ে মূলত দুইশর বেশি রান করে দলটি।

শারজাহর হয়ে দুই উইকেট করে নেন ক্রিস ওকস ও জুনাইদ সিদ্দিকি।

রান তাড়া করতে দ্বিতীয় ওভারে দুই ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে শারজাহ। ক্রিস ওকসের ২৯ বলে ৬২ ও রহমানুল্লাহ গুরবাজের ৩১ বলে ৪৩ রান করার পরও তারা হারে বড় ব্যবধানে। কারণ মাঝের ব্যাটাররা কোনো রান করতে পারেননি।

এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমরান তাহির। ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও ডুয়াইন ব্রাভো।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img