এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

কাউন্সিলরের অত্যাচারে এলাকাবাসীর মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুব রহমান মানিকের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। দখলবাজি, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা, এতিম ও এতিমখানার সম্পদ আত্মসাৎ, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩/এ আওয়ামী লীগ কার্যলয়ের সামনে মানিকের বিরুদ্ধে মানববন্ধন করে অভিযোগ করেন ২৬ নং ওয়ার্ডবাসী।

আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের মানববন্ধন করার কথা থাকলেও মানিকের লোকজনের বাধার মুখে ব্যর্থ হন। পরবর্তীতে দুপুরে ধানমন্ডিতে মানববন্ধন করেন তারা। এসময় তাদের সবার মুখেই কালো রুমাল বাঁধা ছিল।

মানববন্ধনে এলাবাসী অভিযোগ করে বলেন, কাউন্সিলর মানিকের খেয়াল খুশি মতো কাজ না করলে, তার বিপক্ষে কেউ কথা বললে রাতের অন্ধকারে বাড়িতে গুন্ডা বাহিনী পাঠায়। তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসে। মানিক ও গুন্ডা বাহিনীর ভয়ে আমরা কেউ মুখ খুলতে পারছি না। আমরা ২৬নং ওয়ার্ডবাসী আতংকে বসবাস করছি। কাউন্সিলর মানিকের জিম্মিদশা থেকে আমরা মুক্তি চাই।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা দলীয় সব পদ থেকে মানিকের অপসারণসহ বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া হোসেন নামে একজন বলেন, ‘মানিকের অত্যাচারে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিল। কিন্তু তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমরা সেখানে করতে না পেরে এখানে (ধানমন্ডি) এসে উপস্থিত হয়েছি। তিনি অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ৭০ থেকে ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি যে এতিমখানায় বড় হয়েছেন সেখানকার টাকাও তিনি আত্মসাৎ করেছেন। আমরা ২৬নং ওয়ার্ডবাসী তার অত্যাচারে অতিষ্ঠ। এর থেকে আমরা পরিত্রাণ চাই।’

কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন নিয়ে এলাকাবাসীর অভিযোগের বিস্তারিত নিচে তুলে ধরা হলো-

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img