এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

পঞ্চগড় জেলা তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

বা‌র্ষিক কর্মসম্পাদন চু‌ক্তি ( এপিএ)‘র আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপ‌জেলার ভজনপুর ইউ‌নিয়‌নের মুরখাজোত গ্রামের আফসার আলীর বাড়ীর উঠানে বা‌র্ষিক কর্মসম্পাদন চু‌ক্তি ( এপিএ)‘র আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বুধবার (১১ জানুয়ারি ) বিকেলে তথ্য অফিসার হায়দার আলীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সনে যুক্ত হয়েছিলেন, গণ‌যোগা‌যোগ অ‌ধিদপ্তর, তথ‌্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ( প্রচার ও সমন্বয় ), প‌রিচালক
হাছিনা আক্তার, এ সময় আরও উপস্থিত ছিলেন , ভজনপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, মোছাঃ লিপি আক্তার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ১০ টি বি‌শেষ উ‌দ্যোগ ব্র‌্যা‌ন্ডিং, বাল‌্য বিবাহ রোধ, যৌতুক, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতি‌রো‌ধ, নারী নির্যাতন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, নারী শিক্ষা, শিশু ও নারীর অধিকার, নবজাতকের স্বাস্থ্য, অটিজম, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ইত্যাদি বিষয়ে ভি‌ডিও ক‌লের মাধ‌্যমে উন্মুক্ত বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img