আইএলটির ট্রফি নিয়ে রুট-হেটমায়ারদের ইয়ট ভ্রমণ

ডিপি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিগ টি২০-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুবাই মেরিনায় ইয়টে করে দারুণ সময় কাটালেন ক্রিকেটের বড় তারকারা।

ছয় ফ্র্যাঞ্চাইজির দুইজন করে ক্রিকেটার আইএলটি২০-এর ট্রফি সঙ্গে নিয়ে এই বিনোদনমূলক নৌভ্রমণে বের হন। আবুধাবি নাইট রাইডার্সের আলী খান ও পল স্টার্লিং, ডেজার্ট ভাইপার্সের টম কারান ও রুবেন ট্রাম্পলম্যান, দুবাই ক্যাপিটালসের জো রুট ও রবিন উথাপ্পা, গালফ জায়ান্টসের শিমরন হেটমায়ার ও টম ব্যান্টন, এমআই এমিরেটসের উইল স্মিড ও ইমরান তাহির এবং শারজা ওয়ারিয়র্সের নাভিন উল হক ও ক্রিস ওকস শহরের আইকনিক স্থান আইন দুবাই ও আটলান্টিসে ভ্রমণ করেন। তারা দুবাই স্কাইলাইন পেছনে রেখে ছবি তোলেন ও উদযাপন করেন।

আগামী ১৩ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। সুপারস্টার বাদশাহ ও মেগাস্টার জেসন ডেরুলো ওই রাতে মঞ্চে পারফর্ম করবেন। ‘চ্যাম্পিয়ন’ গানে মাতাবেন ডিজে ব্রাভো।

দুবাই, আবুধাবি ও শারজার বিশ্বমানের সুযোগসুবিধা সংবলিত স্টেডিয়ামে এই উদ্বোধনী প্রতিযোগিতায় ৩৪টি ম্যাচ শেষে বিজয়ীকে বেছে নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ